Surprise Me!

Bengali Poem Monglir Kotha || আঞ্চলিক ভাষায় অনবদ্য কবিতা "মংলীর কথা" কবি : দেবব্রত সিংহ ||

2023-01-03 83 Dailymotion

Bengali Poem, Monglir kotha kobita lyrics written by Debabrata Singha বাংলা কবিতা, মংগলির কথা লিখেছেন দেবব্রত সিংহ। আঞ্চলিক ভাষায় অনবদ্য একটি কবিতা <br />"মংলীর কথা"<br />কবি : দেবব্রত সিংহ <br /><br />এই কনটাকটর বাবু এক গেলাস জল হবেক<br />পাথরখাদানে কাজ করছিলম<br /><br />বড় পিয়াস লাগেছে,<br />আমার নাম মংগলি গো মংগলি<br />আমাকে ইখানে সবাই চিনে<br />ওই যে তুমাদে পবনা আছে না<br />উ আমার দাদা লাগে,<br /><br />না না আমার আখন বসার সময় নাই<br />তুমি জল দিবে ত দাও<br />অমন হাঁ করে অত দেখছ কী,<br /><br />কী বলছ আমার বিহা<br />তার আখন কী<br />সে কবে ছুটুবেলাতে হইছিল<br />তাবাদে মরদ আমাকে ছাড়ে দিইছে<br />আর লিয়ে যায় নাই<br />ইসব খুব দুখের কথা,<br />তবে তার লাগে পরবদিনে লাচ করা আমি ছাড়ব ক্যানে<br />আঃ কী যে বলঅ<br />আমাদে ঘরে লাচ দেখতে আসবে তুমি<br />হাসালে দেখছি কনটাকটরবাবু,<br />তাবাদে একদিন সত্যি তুমি লাচ দেখতে চলে আলে<br />তারপর শাড়ি দিলে গয়না দিলে<br />ভালবাসা দিলে,

Buy Now on CodeCanyon